মুন্সিগঞ্জে চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদ


প্রকাশিত: ০৬:০৯ এএম, ১৫ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক নাক-কান-গলা বিশেষজ্ঞ শেখ মো. মুনিরউদ্দিন আহম্মেদের উপর অতর্কিত হামলার প্রতিবাদ ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজনে জেলারেল হাসপাতাল সংলগ্ন মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়কে মানববন্ধন কর্মসূচি এবং আধাঘণ্টা কর্মবিরতি পালন করেন কর্মরত চিকিৎকরা।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সাখাওয়াৎ হোসেন, বিএমএ জেলা শাখার সভাপতি ও সাচিবের সভাপতি আক্তার হোসেন বাপ্পী, ডা. নিজাম উদ্দীন হেলাল ও ডা. শৈবাল বসাক প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় যুবক মো. রাকিব (২২) মায়ের চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বহিঃবিভাগের কনসালটেন্ট মো. মুনিরউদ্দীন আহম্মেদের কাছে নিয়ে যান। চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে ঘণ্টা খানেক পর কয়েকজন বন্ধু নিয়ে রাকিব ওই চিকিৎসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।