ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ দুই ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৫ মার্চ ২০১৭

ঝিনাইদহের সদর উপজেলার নারিকেল বাড়ীয়া বাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। বুধবার ভোররাতে সদর উপজেলার নারিকেলবাড়ীয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন, ওই উপজেলার মুনুড়ীয়া গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে বিবেক আনন্দ বিশ্বাস (৩৬) ও কুশাবাড়ীয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোশাররফ হোসেন মোল্লা (৩০)।

ঝিনাইদহ (র‌্যাব-৬)-এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, নারিকেল বাড়ীয়া বাজারে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও বিবেক আনন্দ বিশ্বাস ও মোশাররফ হোসেন মোল্লা নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র। গ্রেফতারদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।