ঝিনাইদহে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৫ মার্চ ২০১৭

ঝিনাইদহে শহরের নতুন হাটখোলা মাছ বাজার থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

বুধবার দুপুর ৩টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নানুয়া গ্রামের নমাজি মন্ডলের ছেলে সাব্দুল হোসেন (৩০) ও একই গ্রামের রুহুল আমীনের ছেলে আখিরুল ইসলাম (২৬)।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শহরের নতুন হাটখোলা মাছ বাজারে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।