বর্তমান সরকার কৃষিবান্ধব
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষির উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার ফলে দেশে এখন আর কোনো খাদ্য ঘাটতি নেই। কৃষি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সারাদেশে এখন কৃষির প্রসার ঘটছে। দেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জি এম রুহুল আমীন, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার, পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অমিতাভ মন্ডল প্রমুখ।
হাসান মামুন/এআরএ/আরআইপি