রানা প্লাজার সামনে জার্মান রাষ্ট্রদূতের শ্রদ্ধা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

সাভারে বহুল আলোচিত ধ্বসে পড়া রানা প্লাজা পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্স। তিনি বৃহস্পতিবার দুপুরে জার্মান দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সাভারের রানা প্লাজায় আসেন। এসময় তিনি রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।

পরে জার্মান রাষ্ট্রদূত সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যাবিলন গ্রুপের অবনী নিটওয়্যার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।

এসময় জার্মান রাষ্ট্রদূত গার্মেন্টস পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাই তাদের পর্যাপ্ত কাজের সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরো ভালো হবে। ওই সময় রাষ্ট্রদূত শ্রমিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

পোশাক কারখানা পরিদর্শনকালে জার্মান রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাবিলন গ্রুপের পরিচালক আবিদুর রহমানসহ কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।