কুমিল্লায় পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

কুমিল্লা শহরের অদূরে বালুতুপায় এলাকায় পুলিশের উপর মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। এতে কোতয়ালি মডেল থানার একজন এসআই এবং এবং একজন আনসার সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকার দৌলতপুর ফকির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই মফিজ উদ্দিন ও আনসার সদস্য আয়েত আলী মাদক উদ্ধার করতে ওই এলাকায় যায়। খবর পেয়ে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের ওপর হামলা চালায়। এতে ওই এসআই ও আনসার সদস্য আহত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ওসি খোরশেদ আলম জানান, মাদক ব্যবসায়ীরা এসআই এবং আনসার সদস্যের মাথায় আঘাত করে আহত করেছে। ওই এলাকায় শিগগিরই মাদক উদ্ধারে অভিযান চালানো হবে বলেও ওসি জানিয়েছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।