২০১৮ সালের মধ্যে সকল ইউনিয়নে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট : পলক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ মার্চ ২০১৭

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে।

রোববার দুপুরে ঝিনাইদহ পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে সারা দেশে ৫ হাজার ২৭২টি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষ প্রতিমাসে ডিজিটাল সেবা পাচ্ছে।

তিনি আরও বলেন, অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সকল বিল প্রদান করতে পারবে। এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।