পুলিশের অস্ত্র লুটের মামলায় জামিন পেলেন ২৯ সাঁওতাল


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২০ মার্চ ২০১৭
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের অভিযোগে দায়ের মামলায় ৩২ আসামির মধ্যে ২৯ জনেরর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প ছিল। ক্যাম্পে হামলা, ভাঙচুর, পুলিশকে মারধর ও অস্ত্র লুটের অভিযোগে পুলিশের এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ৩২ জন নামীয় ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার ৩২ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। পরে বিচারক ২৯ সাঁওতালের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ৯ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালরা ভূমি ও জীবনের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ শেষে সমাবেশ করেন। সমাবেশ চলাকালে পুলিশ দুই সাঁওতালকে আটক করে। পরে সাঁওতালরা ক্ষিপ্ত হয়ে সাহেবগঞ্জ পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে সাঁওতালরা তীর-ধনুক ও অস্ত্র নিয়ে ক্যাম্প ভাঙচুর, পুলিশকে মারধর করে অস্ত্র লুট করে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।