শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২০ মার্চ ২০১৭

পিরোজপুরের কাউখালীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফাইজুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নাঙ্গুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে গেছে, রোববার দুপুরে ঘরের পাশে ওই শিশু খেলা করছিল। এ সময় সুমনের মামাতো ভাই ফাইজুল ওই মেয়েকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে ফাইজুল পালিয়ে যায়। পরে মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই ফাইজুলকে গ্রেফতার করে।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ফাইজুলকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির মেডিকেল পরীক্ষা করার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

হাসান মামুন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।