ছিনতাই মামলায় ৭ জনের দুই বছর করে কারাদণ্ড


প্রকাশিত: ০১:০২ পিএম, ২১ মার্চ ২০১৭

ছিনতাইয়ের মামলায় সাতজনের ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন চাঁদপুরের একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (২১) নামের এক যুবককে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় তাদের সাতজনকে এ দণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহাদাত হোসেন (২০), শুভ (১৮), রিমন (১৯), রাজু (১৯), ফরিদ হোসেন (২০) আকরাম (২০) ও বোরহান হোসেন (২০)। সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেকের বাড়ির ফরিদগঞ্জ উপজেলা কাচিয়ারা ও চির্কা চাঁদপুর এলাকায়। এদের মধ্যে ছয়জন কারাগারে থাকলেও শাহাদাত হোসেন পলাতক রয়েছেন।

এ মামলার বিবরণী থেকে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ২০১৪ সালের ৩০ জুলাই বিষকাটালি এলাকার আবদুল মান্নানের ছেলে কাজী নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় ওই সাতজন।

এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে নজরুল বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলা সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার বিচারক এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রেজা পাহলভি মজিদ (শেলি) বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা সঠিক বিচার পেয়েছি। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হান্নান কাজী।

ইকরাম চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।