চাঁদপুরে অস্ত্রসহ যুবক আটক
প্রতীকী ছবি
চাঁদপুরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ শাকিল আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল ইছাপুরা এলাকার আবদুল গনির ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইকরাম চৌধুরী/আরএআর/এমএস