ভূঞাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচন ২৫ এপ্রিল
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার টেপিবাড়ি ও পলিশা গ্রাম নিয়ে গঠিত ২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ ওয়ার্ডের কাউন্সিলর রাজিব আহম্মেদ আঙ্গুরের অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। গত ২৩ মার্চ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
আগামী ২ এপ্রিল রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ এপ্রিল। ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৩৭।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভূঞাপুর পৌরসভার ২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। ২৫ এপ্রিল ওই ওয়ার্ডে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি