সাতক্ষীরায় জঙ্গি নেতা বাবলু আটক
সাতক্ষীরায় জেএমবি জঙ্গি নেতা সেলিমুর রহমান বাবলুকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদরের ইটাগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জঙ্গি বাবলু সদরের ইটাগাছা এলাকার তমিজউদ্দীন সরদারের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে জানান, সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদে জেএমবি নেতা সেলিমুর রহমান বাবলুকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর