চার স্থানে ফলাফল ঘোষণার কেন্দ্র চায় আমীর খসরু
সিজেএকএস জিমনেশিয়ামের বিকল্প নির্বাচনী ফলাফল ঘোষণার কেন্দ্র চায় বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পরিবর্তিত পরিস্থিতি ও বর্তমান প্রেক্ষাপটে সেখান থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শান্তিপূর্ণ, নির্বিগ্ন ও বাস্তবসম্মত হবে না এমন আশঙ্কা থেকে তিনি এ দাবি জানান।
মঙ্গলবার বিকেলে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন’র কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এ প্রস্তাব জানান খসরু।
স্থান পরিবর্তনের দাবি জানিয়ে নতুন তিনটি স্থানের প্রস্তাব দেন তিনি। এসব প্রস্তাবিত স্থানগুলো হলো, চট্টগ্রাম সার্কিট হাউস, পাঁচলাইশ জাতিসংঘ পার্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জিমনেশিয়াম ও দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদের নিচতলা। এই তিনটির যে কোনো একটিতে ফলাফল ঘোষণা কেন্দ্র স্থাপন করা হলে সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জিমনেশিয়াম থেকে ফলফল ঘোষণার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে দাবি করে আমীর খসরু বলেন, ওই স্থাপনার মধ্যে সরকারি লোকজন দেখতে পাচ্ছি। এরই মধ্যে সেখান থেকে সরকার দলীয় প্রার্থীর প্রচারণা চলছে। এ ধরনের জায়গা থেকে ফলাফল ঘোষণা করা সঠিক হবে না।
রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের হয়ে আমীর খসরু সাংবাদিকদের বলেন, সিজেকেএস জিমনেশিয়াম থেকে আগে ফলাফল ঘোষণা করা হলেও এবার ব্যতিক্রম। কারণ সিজেকেএস সাধারণ সম্পাদক সরকার দলীয় প্রার্থী। কেবল তিনিই নয় সেখানে যারা কর্মরত তারাও দলীয় বা দলের অনুগত।
এমএএস/আরআইপি