ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৩ এপ্রিল ২০১৭

ঝিনাইদহে মাজহারুল ইসলাম নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের গোরস্থানের সামনের দীপশিখা অনির্বাণ চক্ষু ক্লিনিকে এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতরণা করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে সেমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে দি মেডিকেল অ্যান্ড কাউন্সিল অ্যাক্ট ২০১০ অনুয়ায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও আরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।