ধর্ষণ মামলায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৪ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অপূর্ব রায় (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সোনাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপূর্ব বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের অজয় রায়ের ছেলে। অপূর্ব রায় এবার বালিয়কান্দি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

বালিয়াকান্দি থানা পুলিশের এসআই নূর মোহাম্মদ জানান, জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের অজয় রায়ের ছেলে অপূর্ব ও সুনীল বৈরাগীর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুনীল বৈরাগী ও তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতে গেলে ওই সুযোগে বখাটে অপূর্ব ওই মেয়েকে ধর্ষণ করে। পড়ে ওই ছাত্রী বাদী হয়ে ১৩ মার্চ একটি মামলা দায়ের করে। দায়ের করা মামলায় দুুপুরে বখাটে অপূর্বকে গ্রেফতার করা হয়েছে।

রুবেলুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।