উল্লাপাড়ায় বাসচাপায় নারীর মৃত্যু


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় লাইলী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইলী বেগম (৫০) উল্লাপাড়া পৌর এলাকার শ্রীফলগাঁতি গ্রামের ইসা সরকারের স্ত্রী।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটিনা থেকে উল্লাপাড়া পৌর শহরে আসার পথে নবগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় কাওয়াক হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাইলী বেগমের মৃত্যু হয়। হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।