সলঙ্গায় অভিনব কায়দায় টাকা ছিনতাই, আটক ১


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৮ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় ক্যাবল ব্যবসায়ীর ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলিম (৩৮) নামে ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল আলিম তাড়াশ উপজেলার পুংরোখালি গ্রামের মৃত হাফিজুলের ছেলে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, শনিবার সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের ক্যাবল ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার স্ত্রীসহ ৮/১০ জন ব্যবসায়ী মালামাল কেনার জন্য ট্রাকযোগে ঢাকায় যাচ্ছিলেন। তারা মহাসড়কের নাইমুড়ী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলযোগে দুইজন ছিনতাইকারি সিগনাল দিলে চালক ট্রাকটি থামায়।

ছিনতাইকারিরা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে ট্রাকে থাকা যাত্রীদের তল্লাশি করে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে ক্যাবল ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছে থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ট্রাকে থাকে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই ট্রাকচালককে গণপিটু দিয়ে পুলিশে সোপর্দ করে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।