সিরাজগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচিতে আয়শা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলোয়াকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আয়শা খাতুন একই গ্রামের আমোদ আলীর মেয়ে ও তামাই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাসানী স্থানীয়দের বরাত দিয়ে জানান, আয়শা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিল। রোববার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের পরিবার থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে স্কুল ছাত্রী আয়শা মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস