ভূমিকম্প আতঙ্কে ঈশ্বরদী ইপিজেডে আহত ১৫০


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৫ এপ্রিল ২০১৫

শনিবারের ভূমিকম্পে ঈশ্বরদী ইপিজেডে ১৫০ জন নারী শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে ২৪ জনকে ঈশ্বরদী হাসপাতালে এবং অবশিষ্টদের ইপিজেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের অধিকাংশই ইপিজেডের নাকানো, রুলিং বিডি ও এনজেল-২ প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক। দ্বিতীয়বার ভূমিকম্প শুরু হলে তড়িঘড়ি করে ফ্যাক্টরি থেকে বের হতে গিয়ে পরস্পরের ধাক্কাধাক্কিতে এবং অনেকে মাথা ঘুরে মাটিতে পড়ে যান।

এদিকে কয়েকজন শ্রমিকের অভিযোগ থেকে জানা যায়, প্রথমবার ভূমিকম্পের পর জোর করে মাস্তানদের দিয়ে শ্রমিকদের আবার ফ্যাক্টরিতে ঢুকতে বাধ্য করা হয়। ফলে দ্বিতীয়বারের ভূকম্পনে তাড়াহুড়া করে বের হতে গিয়ে নারী শ্রমিকরা আহত হন।
ওই ঘটনার প্রায় দু`ঘন্টা পর ইপিজেড কর্তৃপক্ষ সকল ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেন।

ইপিজেড দমকল বাহিনীর দু`জন কর্মী জাগো নিউজকে জানান, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। একটু বেশি আহত যারা তাদেরকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের সময় ইপিজেডের ফ্যাক্টরি এলাকায় রীতিমতো ভীতির সৃষ্টি হলে অনেকের আত্মচিৎকারে পরিবেশ ভারি হয়ে ওঠে। এ সময় সাইরেন বাজিয়ে নিরাপত্তা কর্মী ও দমকল বাহিনীকে আহ্বান জানানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের ও ভয়ে আতঙ্কিত শ্রমিকদের নিরাপদ অবস্থানে নিয়ে যান।

ইপিজেড দমকল বাহিনীর কর্মকর্তা জানান, কোন ফ্যাক্টরি বিল্ডিংয়ের ক্ষতি হয়নি। আহতদের উদ্ধারের সময় সহকারি পুলিশ সুপার শাহ আলম পাটোয়ারি, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।