সিরাজগঞ্জে হরতাল প্রত্যাহার


প্রকাশিত: ০৮:৫১ এএম, ১০ এপ্রিল ২০১৭

আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা বিএনপি।

সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভায় হরতাল প্রত্যাহার করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোকাদ্দেস আলী, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, যুবদল সভাপতি সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু এবং ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ উপস্থিত ছিলেন।

সভায় ইকবাল হাসান মাহমুদ টুকুর মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন পোড়ানোর ৩টি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানী শেষে বিচারক জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর প্রতিবাদে তাৎক্ষণিক জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও প্রচার সম্পাদক হারুন অর রশিদ খান হাসান মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। পরে একটি বিক্ষোভ মিছিল হরতালের সমর্থনে শহরে মিছিল বের করে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।