মির্জাপুরে ভূমিকম্পে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৫ এপ্রিল ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে ভূমিকম্পে পরিনা আক্তার (২২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।

পরিনা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের মো. সুকুমুদ্দিন মিয়ার স্ত্রী। তিনি গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় স্বপন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

শনিবার বেলা ১২টা ১৫ মিনিটে ভূমিকম্প হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। আতঙ্কিত নারী পুরুষ বাসা-বাড়ি ছেড়ে ভয়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের সময় বৃষ্টি হওয়ায় জনমনে আতঙ্ক আরও ছড়িয়ে পরে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমূল হক ভুইয়া জানান, ভূমিকম্পের সময় পরিনা আক্তার তার দেড় বছরের শিশুপুত্র নিয়ে সৈয়দপুর এলাকায় আধাপাকা বাড়িতে ছিল। ভূমিকম্প শুরু হলে তিনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় বড় ধরনের ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।