বগুড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত: ১২:০১ পিএম, ১০ এপ্রিল ২০১৭

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত বগুড়া কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে সোমবার দুপুরে সদর থানায় এই মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অবৈধভাবে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের খবরের ভিত্তিতে আমিনুল ইসলামকে গত বছরের ২৮ জুলাই সম্পদ বিবরণের নোটিশ দেয়া হয়। এর প্রেক্ষিতে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। দায়েরকৃত মামলায় কাউন্সিলর আমিনুলের বিরুদ্ধে ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহিভূর্ত এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকার সমপরিমাণ সম্পদ রাখার অভিযোগ পাওয়া যায়। এরপর তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।

জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বলেন, এটা একটি ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা। আমি এটি আদালতের মাধ্যমে মোকাবেলা করতে চাই।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা আসলাম আলী জানান, দুদক সমন্বিত বগুড়া কার্যালয় থেকে প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।