গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু


প্রকাশিত: ১২:১১ পিএম, ১০ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. নাজমুল (১১) ও নাঈম (৮) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। তারা মঠবাড়িয়া উপজেলায় নানা বাড়ি এলাকার ফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদরাসার ছাত্র।

নিহত নাজমুল ও নাঈমের মামা সোহেল দর্জি জানান, তাদের মা গত একমাস আগে দুরারোগ্য ব্যাধিতে মারা গেছেন। বাবা ফিরোজ হাওলাদার চট্টগ্রামে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

মাদরাসার প্রধান হুজুর হাফেজ আব্দুল কুদ্দুস জানান, দুপুরে মাদরাসার ক্লাস শেষে তারা দুই ভাই পুকুরে গোসল করতে নামলে নাঈম পানিতে ডুবে যাচ্ছিল। এ সময় ভাইকে উদ্ধার করতে গিয়ে নাজমুলও ডুবে মারা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই নকিব আকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসান মামুন/আরএআর/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।