বিএনপি নেতা টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে নিরাপত্তাজনিত কারণে তাকে স্থানান্তর করা হয়।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকালে ইকবাল হাসান মাহমুদ টুকু সয়দাবাদে ট্রেন পোড়ানো মামলায়সহ তিনটি মামলায় আইনজীবীদের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. জাফরুল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি