অস্ত্রসহ সর্বহারা পার্টির সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:০০ এএম, ১২ এপ্রিল ২০১৭

রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চল থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ ৩ হত্যা মামলার অাসামি ওমর শেখ (৫০) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাতে ওই চরাঞ্চলের রাজধানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। ওমরের বিরুদ্ধে সাদারচরের চাঞ্চল্যকর ফাইভ মার্ডার, আমির মার্ডার ও রুবেল মার্ডারের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ওমর শেখ জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর এলাকার শুকুর আলী সেখের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার চরাঞ্চলের রাজধানী বাজারে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এসময় একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ ওমরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদারচর গ্রামের চাঞ্চল্যকর ফাইভ মার্ডারসহ মোট তিনটি হত্যা মামলা রয়েছে।

এ ব্যাপারে ওমর শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।