সিরাজগঞ্জে চৈত্র সংক্রান্তি উদযাপন


প্রকাশিত: ০৭:২০ এএম, ১৩ এপ্রিল ২০১৭

‘নিয়মিত হাটুন সুস্থ থাকুন’ এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে প্রভাতি সংঘের আয়োজনে শহরের স্বাধীনতা স্কয়ার চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মওলানা ভাসানী কলেজে প্রাঙ্গণে এসে শেষ হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন সাবেক অধ্যক্ষ গাজী আব্দুল আজিজ সরকার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরী, এনজিও সমন্বয় পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, পূজা উদযাপন পরিষদের নেতা নরেশ ভৌমিক প্রমুখ।

এ পদযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।