সততার সঙ্গে কাজ করতে হবে : পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। এবার অর্থনৈতিক মুক্তির জন্য শ্রম ও একাগ্রতার পাশাপাশি সততার সঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে ধানগড়া বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীর মডেল। শেখ হাসিনার উন্নয়ন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশকে বিশ্বের বিস্ময় বলে উল্লেখ করেছেন। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত ২৬-২৭টি দেশের মধ্যে গিয়ে দাঁড়াবে। ২০৪১ সালের মধ্যে উন্নত ২০ দেশের মধ্যে স্থান পাবে।

তিনি আরও বলেন, পোশাক শিল্প রফতানিতে আমরা বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছি। আর খাদ্য উৎপাদনে ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আমাদের শক্তি এদেশের মানুষ। বাংলার কৃষক, শ্রমিক, তাঁতীরা এখন উন্নয়নের হাতিয়ার।

রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল­াহ আল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও সাবেক সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমন তালুকদার।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।