পাওনাদারের মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনাদারের মারপিটে আহত আলতাফ হোসেন সরকার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চালা মহলার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নাসিম উদ্দিন সরকারের ছেলে।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধ আলতাফ সরকারের কাছে একই গ্রামের ইউসুফ আলী মিন্টু ও আবু সাঈদের ২০০০ টাকা পাওনা ছিল।
গত ২০ জানুয়ারি চর চালা এলাকায় বৃদ্ধের কাছে ওই টাকা ফেরত চাওয়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধ আলতাফকে পিটিয়ে গুরুতর আহত করেন মিন্টু ও সাঈদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর বৃদ্ধের স্বজনদের আর্থিক অসচ্ছলতার কারণে গত ২৭ মার্চ তাকে বাড়ি এনে চিকিৎসা করানো হচ্ছিল। এ অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মারপিটের ঘটনায় ওইদিন বৃদ্ধের ছেলে বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম