মাদকসহ একই পরিবারের তিনজন গ্রেফতার


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকসহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার হেগলপাতি গ্রামে মাদক ব্যবসায়ী দুলাল কাজীর বাড়িতে ক্রেতা সেজে মাদক ক্রয় করতে যায়। এসময় কৌশলে একই পরিবারের স্বামী দুলাল কাজী (৪৫), স্ত্রী সুরমা আক্তার (৩৫) ও ছেলে হাসিবকে (১৮) গ্রেফতার করে। এসময়, ১৮ পিচ ইয়াবা, ৪ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, অভিনব কায়দায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী দুলাল কাজীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার স্ত্রী সুরমা ও ছেলে হাসিবকেও হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুলাল কাজী উপজেলার হোগলপাতি গ্রামের মন্নান কাজীর ছেলে।

হাসান মামুন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।