সিরাজগঞ্জে বাসচাপায় শিশুসহ নিহত ২


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা শিমুলতলা এলাকায় বাসচাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন চালকসহ আরও চারজন।

শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিমেল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শিয়ালকোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক যুবক নিহত হন। এতে অটোরিকশার চালকসহ আরও তিনযাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।