সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪


প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা ও কামারখন্দের বালুকোল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন।

শনিবার রাত আটটার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিলন্দা শিমুলতলা এলাকায় বাসচাপায় মা-মেয়েসহ তিন অটোরিক্সার যাত্রী  নিহত হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বালুকোল এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কালিয়াকান্দা গ্রামের আজিজল হক মসলিমের ছেলে আবু কাওসার (২৯), তার শ্যালক কামারখন্দের মুগবেলাই গ্রামের মোহনের স্ত্রী উর্মি খাতুন (২০) ও তাদের শিশু সন্তান মোহিনী (দেড় বছর)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রাত ৮টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা শিলন্দা শিমুলতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু কাওসার ও শিশু মোহিনী মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উর্মি খাতুন মারা যান।

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় বাসের ছাদ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধ পড়ে গেলে তাৎক্ষণিক অপর একটি যানবাহনের চাপায় পিষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।