তালতলীতে একটি কেন্দ্রে সংঘর্ষ, আহত ৭


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৬ এপ্রিল ২০১৭

বরগুনার তলতলীর পঁচাকোড়ালিয়া ইউনিয়নে পঁচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী ভোটারের ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে পঁচাকোড়ালিয়া ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মো. মোহসিন পাটোয়ারী এবং মো. জাফর মৃধার সমর্থকের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় একে অপরের উপর বাঁশ দিয়ে হামলা করলে, সোবাহান মৃধা (৫৫), রেজাউল (১৮), ছগির (৩০), মাহবুব (৩২), নাসির (২২), মিলন (২৭) আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।