শাহজাদপুরে ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার
সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন যুবদলের সভাপতি শামসুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার সোনাতনী ইউনিয়নের বড়পাখিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবদল নেতা শামসুল ইসলাম বড়পাখিয়া গ্রামের লতিফ সরদারের ছেলে ও সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রুবেল রানার চাচা।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় যুবদল নেতা শামসুলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
শনিবার রাতে সোনাতনী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর