বড়লেখায় উপ-নির্বাচনে বিজয়ী হেলাল
জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীকে নিয়ে ৩৭৮ ভোট পেয়ে হেলাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৫ ভোট।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এর মধ্যে ১৩৮২ ভোট কাস্ট হয়েছে। মোট ১৮৩৯ ভোটের বিপরীতে ১০ জন প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আলম গত বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তার পদটি শূন্য হয়। এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুন:নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এমএএস/পিআর