আইসিটি শিক্ষকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৭ এপ্রিল ২০১৭

আগামী বাজেটে দেশের প্রতিটি এমপিও ও ননএমপিওভুক্ত স্কুল-কলেজের আইসিটি শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

তিনি বলেন, বাজেটে আইসিটি শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখতে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ করা হবে।

সোমবার সকাল ৯টায় চ্যানেল আই আয়োজিত রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে (২০১৭-১৮) শিক্ষা বাজেটের উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।

ফজলে রাব্বী মিয়া বলেন, যে সকল স্কুল-কলেজে বিষয় ভিত্তিক শিক্ষক সংকট আছে, সেখানে শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রাখা হবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা বাড়ি ভাড়াসহ অন্যান্য সব সুযোগ সুবিধা চান কিন্তু ক্লাসে পড়াবেন না, এটা হবে না। আপনাদেরকে পড়াতে হবে।

চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজের উপস্থাপনায় জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আগামী শিক্ষা বাজেটের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক জিনাত আরা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।