প্রধানমন্ত্রী বরাবর কৃষকদের স্মারকলিপি


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৭ এপ্রিল ২০১৭

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজার জেলার হাওরঞ্চলের নিমজ্জিত বোরো ফসল পচে গেছে।

এদিকে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখা উপজেলার কৃষকরা ত্রাণের সহায়তা না পেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে তিন শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক অবস্থান করছে শুনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক কার্যালয় থেকে বের হয়ে কৃষকদের সামনে এসে তাদের বক্তব্য শুনেন।

এসময় লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ উপকারভোগী কৃষকদের পক্ষে সমিতির সভাপতি মো. দুরুদ আলী ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।