মাধবপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৭ এপ্রিল ২০১৭

মৌলভীবাজারে পুলিশের ভুয়া হাবিলদার মঈন উদ্দিন লস্কর (৩১) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভবানিপুর গ্রাম থেকে জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মঈন উদ্দিন লস্কর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মুকিম উদ্দিন লষ্করের ছেলে।

মাধবপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহামেদ জানান, পুলিশের ভুয়া হাবিলদার পরিচয় দিয়ে প্রতারক মঈন উদ্দিন সোমবার সকালে চৌমুহনী ইউনিয়নের ভবানিপুর গ্রামের পুলিশ কনস্টেবল প্রার্থী দিলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকা দাবি করেন। এসময় তার কথা বার্তা সন্দেহ হলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মাধবপুর থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মাধবপুর থানায় প্রতারক মাঈন উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, হবিগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে অত্যন্ত স্বচ্ছতার মধ্যে পুলিশের নিয়োগ হয়েছে। এখানে তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।