বলেশ্বর নদে ট্রলারডুবিতে মাঝি নিহত


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

পিরোজপুরের বলেশ্বর নদের লাহুড়ি নামক এলাকায় বালুভর্তি একটি ট্রলার ডুবে মুরাদ (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। মুরাদ ডুবে যাওয়া ট্রলারটির মাঝি।

জানা গেছে, রোববার বিকেলে ট্রলারে অতিরিক্ত বালু নিয়ে পিরোজপুর শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ ডুবে যায়। এসময় ট্রলারের অন্য কর্মচারী ওঠতে সক্ষম হলেও মাঝি মুরাদ ডুবে মারা যায়। তিনি পিরোজপুর শহর তলীর ভাইজোড়া গ্রামের আবুল কালামের ছেলে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে চেষ্টা করেও মরদেহটি উদ্ধার করতে ব্যর্থ হয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলে আবারও মরদেহটি উদ্ধারের চেষ্টা চালানো হবে।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।