মঠবাড়িয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী গ্রেফতার


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামে গৃহবধূ দুলালী রাণীকে (২৮) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রিপন কুমার মিস্ত্রীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

নিহত দুলালী রাণীর মা আরতি রাণী জানান, মেয়ের জামাই রিপন দীর্ঘদিন ধরে আরও একটি বিবাহ করবে বলে মেয়েকে জানায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। যাকে বিবাহ করবে তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় দুলালী তা মেনে না নেয়ায় তাকে শারীরিক নির্যাতন করা হতো। তারই ধারাবাহিকতায় তিনি রোববার রাতের কোন এক সময় শ্বাসরোধে হত্যা করেছে রিপন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রিপনকে একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেফতার করেছে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসআই নকিব আকরাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীর গলায় শাড়ির আচল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন রিপন। এ ঘটনায় দুলালীর বাবা নারায়ন চন্দ্র মন্ডল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

হাসান মামুন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।