নির্বাচনের মাধ্যমে অা.লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, অামাদের মধ্যে ঐক্য থাকতে হবে। দলের মধ্যে কোনো ফাটল ধরানো যাবে না। ঐক্যের মধ্য দিয়ে অাওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে অাওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো রাজনৈতিক দল বাংলার মাটিতে নেই। ষড়যন্ত্র করা সেটা অালাদা কথা। কিন্তু নির্বাচনের মাধ্যমে অাওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

সোমবার বিকেলে মুুজিবনগর সরকার গঠন দিবস উপলক্ষে রাজবাড়ী পৌর শহরের রেলগেট এলাকায় জেলা অাওয়ামী লীগ অায়োজিত অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করেনি, অামরাও মাথা নত করবো না, অাওয়ামী লীগও কখনো মাথা নত করবে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে গতি দুর্বার গতিতে এগিয়ে চলছে, তা অব্যাহত থাকবে।

ফজলে রাব্বী মিয়া বলেন, পদ্মাসেতুর মতো বহু পদ্মাসেতু বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে করতে পারবে, যদি অামাদের মধ্যে ঐক্য থাকে। শেখ হাসিনা কোনো স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।

ডেপুটি স্পিকার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া যে পদ্মা সেতুর কথা শেখ হাসিনা বলেছেন, অামি বিশ্বাস করি প্রথম পদ্মাসেতুর কাজ শেষ হওয়ার পরেই শেখ হাসিনা দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের কাজ শুরু করবেন

তিনি আরও বলেন, অাওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। অামরা গণতন্ত্রকে বিশ্বাস করি, দলের গঠনতন্ত্র বিশ্বাস করি। অাজকে শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয় বরং বিশ্বনন্দিত নেতা।

রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী-২ অাসনের এমপি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির অাব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ অালী চৌধুরী প্রমুখ।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।