খুঁটিতে আটকে আছে সড়ক


প্রকাশিত: ০৫:১২ এএম, ২০ এপ্রিল ২০১৭

নির্মাণের প্রায় চার বছর পার হলেও বৈদ্যুতিক খুঁটি অপসারণ না হওয়ায় রাজবাড়ী জেলা শহরের বড়পুল থেকে আনছার ক্যাম্প মোড় পর্যন্ত রাস্তাটি আজও উদ্ধোধন করা সম্ভব হয়নি। এ সড়ক দিয়ে চলছে না কোনো ভারি যানবাহন।

কারণ হিসেবে বলা হচ্ছে সড়কটির মাঝে রয়েছে ওয়েস্ট পাওয়ার জোন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৮টি বৈদুতিক খুঁটি। পৌরসভা এবং বিদুৎ বিভাগ খুঁটিগুলো সরাতে না পারায় রাস্তাটি নির্মাণের পরও কোনো কাজে আসছে না জনগণের।

রাজবাড়ী পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খাল ভরাট করে শহরের বড়পুল থেকে আনছার ক্যাম্প মোড় পর্যন্ত ২৭০ মিটার রাস্তার কাজ তিন ধাপে সম্পন্ন করা হয়। শহরের বড়পুল থেকে আনছার ক্যাম্প পর্যন্ত রাস্তা তৈরি করতে মোট ব্যায় হয় ২ কোটি ৮ লাখ ৬০ হাজার ১৩২ টাকা।

রাস্তা তৈরির প্রথম ধাপে ২৭০ মিটার লম্বা খাল ভরাট করা হয়। এতে ব্যয় হয় ৯২ লাখ ৪৩ হাজার ২৭৪ টাকা। ভরাট কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী ট্রেডার্স। ২০১৩ সালের ১ জানুয়ারি কার্যাদেশ দেয়া হয়।

Rajbari

দ্বিতীয় ধাপে একই বছরের ২০ মে মাসে প্রায় ৩৬ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে পয়নিষ্কাশন (ড্রেন) নির্মাণের কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাসেল ট্রেডার্স। সুমিত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রাস্তা নির্মাণের কাজের দায়িত্ব দেয়া হয়। ৮০ লাখ ২ হাজার ৮৫৮ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণের কাজ পরের বছরের মাঝামাঝি সময়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র বড়পুল থেকে সজ্জসকান্দা আনছার ক্যাম্পের মোড় পর্যন্ত একই স্থানে একটি বা দুটি করে ৮টি বিদ্যুতের খুঁটি রয়েছে। যার কারণে ছোট ছোট যানবাহন চলাচল করলেও চলাচল করতে পারছে না ভারি কোনো যান। রাস্তার ফুটপথ ও আইল্যান্ড দখল করে বিভিন্ন কাজ করছেন রাস্তাটির পাশে থাকা দোকানি ও বাড়ির লোকজন। এছাড়া রাস্তার অনেক স্থানে ছোট গর্তেরও সৃষ্টি হয়েছে। এ কারণে একেবেকে ছোট ছোট যানবাহন কোনোভাবে চলাচল করছে রাস্তাটি দিয়ে।

পৌর বাসিন্দা মেজাবা-উল-করিম রিন্টু ও ফারুক উদ্দিন জানান, বড়পুল থেকে আনছার ক্যাম্প পর্যন্ত রাস্তাটি নির্মাণের প্রায় চার বছর পার হলেও রাস্তাটি আজও উদ্ধোধন করা সম্ভব হয়নি। কারণ হিসেবে দেখানো হচ্ছে সড়কটির মাঝে রয়েছে ওয়েস্ট পাওয়ার জোন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৮টি বৈদ্যুতিক খুঁটি।

Rajbari

আর ওই খুঁটিগুলোর কারণেই এখন পুরোপুরি সচল হচ্ছে না সড়কটি। রিকশা আর ব্যাটারিচালিত অটোরিকশা কোনোভাবে চলতে পারলেও ভারি কোনো যানবাহন চলতে পারছে না। আর এভাবে রাস্তাটি পড়ে থাকাতে ফুটপাথসহ রাস্তার বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত ও অবৈধ দখল হচ্ছে।

দ্রুত রাস্তার মাঝখান থেকে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ ও ফুটপাথ দখলমুক্ত করে সব ধরনের যানবাহন চলাচলের দাবি জানান তারা।

এদিকে রাজবাড়ী ওয়েস্ট পাওয়ার জোন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার জানান, পৌর মেয়র ও তিনি রাস্তটি পরিদর্শন করেছেন। দুজনে মিলে একটি স্থানও নির্ধারণ করেছেন যেখানে পুল দেয়া যাবে। কিন্তু এর আগে ওই স্থানের যে মামলাটি আছে তার ফয়সালা করতে হবে। তারপর তারা এ বিষয়ে কাজ করতে পারবেন।

রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী জানান, বড়পুল থেকে আনছার ক্যাম্প মোড় পর্যন্ত রাস্তাটি খুবই প্রয়োজনীয়। কিন্তু এর মূল সমস্যা বিদ্যুতের খুঁটি। বিদ্যুতের খুঁটি সরিয়ে অন্যত্র নেয়া হবে কিন্তু সে জায়গাটার ব্যবস্থা করা যাচ্ছে না। তবে এ ব্যাপারে (ওজোপাডিকো) প্রকৌশলীর সঙ্গে খুব দ্রুত বসে সড়কটি চলাচলের ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।