পিরোজপুরে আগুনে পুড়েছে বসতবাড়িসহ কয়েকটি দোকান


প্রকাশিত: ০২:৩৭ এএম, ২১ এপ্রিল ২০১৭

পিরোজপুর শহরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ইলেকট্রনিক্সের দোকান, ফার্নিচার তৈরির কারখানা, বসতঘর ও একটি চায়ের দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার সময় অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের সেখানে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলা এবং বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। শহরে পানির সমস্যা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

অ্যাডভোকেট ফাতিমা আক্তার লাকি অভিযোগ করেন পিরোজপুরের দমকল বাহিনীকে খবর দিলে তারা ১ ঘণ্টা বিলম্বে আসেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. কাঞ্চন আলী মৃধা।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।