প্রধান বিচারপতিকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় যুবক গ্রেফতার
প্রধান বিচারপতি এস. কে সিনহাকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ার শেখ নোমান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ এনা বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীমঙ্গল শহরের মিশন এলাকার বাসিন্দা মো. সামছুল ইসলামের ছেলে।
গত ২১ মার্চ রাত ১টা ২০ মিনিটে নোমান তার ফেসবুকে ওই স্ট্যাটাস দেন। সঙ্গে ২টি ছবিও সংযুক্ত করে দেয়া হয়। গত ২ এপ্রিল এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী) ২০১৩ এর ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেন আইনজীবী মো. এনায়েত কবির মিন্টু।
মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এই স্ট্যাটাস প্রকাশের ফলে প্রধান বিচারপতির মানহানি ঘটেছে। এর কারণে স্বাধীন বিচার বিভাগ ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রধান বিচারপতিকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে। বিচার বিভাগের কর্ণধার হিসেবে বিচারপতি বাংলাদেশের যে কোনো জায়গায় গমন ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আইনগত অধিকার রয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল শনিবার সকালে নোমানকে আদলতে হাজির করা হবে।
এমএএস/পিআর