বগুড়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় শ্রী নিশান চন্দ্র নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কলেজ রোড মুরাদপুর আঞ্চলিক সড়কের গোসাইবাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, কুসুম্বী ইউনিয়নের উত্তর পেঁচুল হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা নীল চাঁদের স্কুল পড়ুয়া ছেলে নিশান বাইসাইকেল নিয়ে গোসাইবাড়ী বটতলা বাজারে ক্রিকেট বল কিনতে আসে। এ সময় শেরপুর থেকে মুরাদপুরগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে নিশান মারা যায়।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাক ও চালক-হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
লিমন বাসার/আরএআর/আরআইপি