বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় চাওয়াং (১৯) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন, উথায়াই মারমা (৩০) এবং চামাচিং মারমা (২৪)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
বুধবার সকালে বান্দরবানের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনায় ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাঙ্গামাটিতে নির্মিত বৌদ্ধ বিহারের জন্য টাকা সংগ্রহ করে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে রাঙামাটি ফিরছিলেন তিনি। এসময় মোটরসাইকেলটি বান্দরবানের ডলুপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চাওয়াং মারা যায়।
এসময় মোটরসাইকেল চালক উথায়াই মারমা (৩০) এবং চামাচিং মারমা (২৪) আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে।
এমএএস/আরআইপি