স্কুলড্রেস না পরায় ছাত্রকে লোহার পাইপ দিয়ে পেটালেন শিক্ষক


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ এপ্রিল ২০১৭

স্কুলড্রেস না পরে আসায় লোহার পাইপ দিয়ে সাদমান সাইফ স্মরণ নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে পেটালেন সহকারী শিক্ষক কামাল হোসেন। রোববার ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিচার চেয়ে ওই ছাত্রের অভিভাবকরা বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন। সাদমান সাইফ স্মরণ ঝিনাইদহ শহরের আরাপপুর এতিমখানা মোড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্মরণের মা শাহেদা খাতুন অভিযোগ করেন, তার ছেলে শ্রেণি শিক্ষক পলাশ কুমারের কাছ থেকে রোববার ছুটি নিয়েছিল। ফর্ম জমা দেওয়ার জন্য সে ওই দিন স্কুল ড্রেস না পড়ে স্কুলে যায়। এসময় সহকারী শিক্ষক কামাল হোসেন তাকে ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে মারপিট করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ পড়ে যায়।পরে প্রধান শিক্ষক আমাদের ডেকে পাঠান।

অভিযুক্ত শিক্ষক কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সমন্বয় হয়ে গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী বলেন, তিনি বিষয়টি জানার পর ওই শিক্ষককে ডেকে পাঠান। তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের নির্দেশ আছে কোনো শিক্ষার্থীকে মারপিট করা যাবে না। কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ওই শিক্ষার্থীর অভিভাবকরা জানান, অভিযুক্ত শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন। সামান্য ত্রুটিতেও কান ধরিয়ে রোদের মধ্যে স্কুল মাঠে দাঁড় করিয়ে রাখেন। অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন তারা।

নাসিম আনসারী/এফএ/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।