মোমবাতির আলোতে এইচএসসি পরীক্ষা


প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

টাঙ্গাইরের মির্জাপুরে মোমের আলোতে পরীক্ষা দিলেন এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার মির্জাপুর ভারতেশ্বরী হোমস কেন্দ্রের এস কে পাইলট উচ্চবিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীদের মোমের আলোতে পরীক্ষা দিতে দেখা গেছে।

সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও মোমের আলোতে পরীক্ষা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কেন্দ্রটিতে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ও ব্যাবসায় সংগঠন বিষয়ের ৩৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি শুরু হয়।

এছাড়া সোমবার সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরীক্ষার সময় ঝড় বৃষ্টি শুরু হওয়ায় পরীক্ষার হল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

এ সময় কর্তৃপক্ষ তড়িগড়ি করে কিছু মোম সরবরাহ করে। যা ছিল অপর্যাপ্ত। এছাড়া কক্ষের জানালাগুলো ভাঙা থাকায় বৃষ্টির পানিতে পরীক্ষার্থীদের বেঞ্চ ভিজে যায়। অনেক পরীক্ষার্থীকে অন্যদের বেঞ্চে গাদাগাদি করে বসে পরীক্ষা দিতে হয়েছে। কক্ষে আলো না থাকায় পরীক্ষার খাতায় লিখতে অনেকের অসুবিধা হয় বলেও অনেক শিক্ষার্থী জানিয়েছে।

Biddut

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় কোমলমতি শিক্ষার্থীরাও মোমের আলোতে পরীক্ষা দিয়েছে।

কেন্দ্র সচিব মি. হকের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে একটু অসুবিধা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। মোমের আলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এতে কোনো অসুবিধা হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল­ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

এস এম এরশাদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।