পিরোজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুরে মো. রাসেল শেখ নামে (৪২) এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাসেল শেখ ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড (লাহুড়ি গ্রাম) যুবলীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম সুমন বলেন, সোমবার বিকেল ৪টার দিকে পিরোজপুর শহরের চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাইপাশ সড়কে ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত রাসেল শেখ পিরোজপরের শেখ রাসেল ক্রীড়া চক্রের সদস্য ছিলেন। তিনি এক জন দক্ষ ভলিবল খেলোয়ার ছিলেন। নিহত রাসেল সেখ ইন্দুরকানী উপজেলার লাহুড়ি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। তিনি লাহুড়ি (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের যুবলীগের সভাপতি।
রাজনৈতিক কোন্দলের কারণে রাসেলকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শহরের আদর্শ পাড়ার বাসিন্দা পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদকে আটক করা হয়েছে।
হাসান মামুন/আরএআর/পিআর