চলন্ত সিএনজির উপর গাছ পড়ে নিহত ২


প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া বনের ভেতর চলন্ত সিএনজি অটোরিকশার উপর একটি গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে জানকি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি লাউয়াছড়া বনের ভেতরে জানকি ছড়া এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি গাছ পড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আরেকযাত্রী হাসপাতালে নেয়ার পথেই মারা যান। এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় আরও ২ জনকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাউয়াছড়ার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, লাউয়াছড়া বনের ভেতরে জানকি ছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ কমলগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এসময় সিএনজিটি গাছের চাপা খেয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে নিচু অংশে উল্টে পড়ে।এসময় সিএনজির ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মীরা গুরুত্বর আহত অবস্থায় ৩ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথে একজন মারা যায়।

এ ঘটনায় কমলগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় সন্ধানে কাজ চলছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।